অসাধারন কয়েকটি ওয়েব সাইট সম্পর্কে জেনে নিন


অসাধারন কয়েকটি ওয়েব সাইট সম্পর্কে জেনে নিন

techsarwer.com
আমরা সবাই জানি পৃথিবীতে প্রতিদিন ওয়েব সাইট এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।নানা প্রয়জনে মানুষ তাদের তৈরি এই ওয়েব সাইট গুলি ব্যাবহার করছে।আমারা আমাদের প্রয়োজন অনুযায়ী প্রিতিদিন অনেক ওয়েব সাইট ব্রাউজ করে থাকি কিন্তু এইরকম অনেক মজার মজার ওয়েব সাইট রয়েছে যার অনেকগুলুই আমারা জানি না।আমি আজ আপনাদের এইরকমই মজার কয়েকটি ওয়েব সাইট সম্পর্কে জানাবো।

প্রতিদিন পৃথিবীজুড়ে অনেক ওয়েব সাইট হ্যাক হচ্ছে।প্রতিনিয়ত এইরকম হ্যাকিং অ্যাটাক দেখতে আমরা এই ওয়েব সাইটে ঘুরে আসতে পারি আর হ্যাকিং এর সব তথ্য জানতে পারি।তাছাড়াও এই ওয়েব সাইট এর মাদ্ধমে আমরা দেখতে পারব কোন দেশ থেকে হ্যাকিং হচ্ছে হ্যাকার এর আইপি সহ অন্নান সকল তথ্য।http://map.norsecorp.com

আমাদের দ্বিতীয় ওয়েব সাইটি হচ্ছে .http://you.regettingold.com/ এই ওয়েব সাইটে যাওয়া পরে নিজের জন্ম তারিখ দিলে এই ওয়েব সাইটি আপনি কতদিন বেঁছে আছেন হার্ট বিট এর সংখ্যা আপনি জন্মের ১ বছরের মদ্ধে পৃথিবীতে কি কি ধরনের ঘটনা হয়েছে পৃথিবীতে এই দিনে আর কত মানুষের জন্ম হয়েছে এইরকম আরও অনেক মজার মজার তথ্য পেয়ে যাবেন।অনেক সুন্দর একটি ওয়েব সাইট ঘুরে আসবার আমন্ত্রণ রইল।

এবার আমরা যে ওয়েব সাইট সম্পর্কে জানবো তার  নাম হল http://www.essaytyper.com  এই ওয়েব সাইটি যারা পড়ালেখা করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।এই ওয়েব সাইটে ঢুকে যে বিষয়ের প্রতি আপনার জানতে ইচ্ছে যেমন ইন্টারনেট নিয়ে জানতে চান।ওয়েব সাইটের বক্সে ইন্টারনেট লিখে ওকে দিলে কি বোর্ড এর যে কোন বুতাম চাপ দিলে ইন্টারনেট এর অনেক তথ্য লিখা হতে থাকবে।আপনি যে কোন বোতাম চাপ দিলেও খুব সহজেই ইন্টারনেট এর একটি পেরাগ্রাপ লিখা হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য অনেক প্রয়োজনীয় এই ওয়েব সাইটটি।

এখন আপনাদের আরও মজার একটি ওয়েব সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব তা হল https://roboboogie.codeclub.org.uk   এই ওয়েব সাইট এর মাধ্যমে আপনাদের একটি রোবট দেওয়া হবে এর মাধ্যমে আপনি এই রোবটকে ইচ্ছে মত নাচাতে পারবেন তাছাড়াও এই নাচ ভিডিও করে শেয়ার করতে পারবেন।

আজ আর নয়।এইরকম আরও অনেক মজার মজার ওয়েব সাইট রয়েছে আশা করি তা পরবর্তী পোস্ট গুলুতে দিবো।কপি পেস্ট করা অপছন্দ করি এজন্য নিজেই নিজের মত করে পোস্ট দেই।এজন্য পোস্ট গুলু সুন্দর নাও হতে পারে তার পরও আমি আমরা সেরাটাই দিতে চেষ্টা করি।সবাই ভাল থাকবেন ।আল্লাহ হাফেয

Previous
Next Post »

1 মন্তব্য(গুলি):

Click here for মন্তব্য(গুলি)
August 17, 2020 at 3:58 AM ×

wonderful I appreciate you guys for your great effort and amazing writing good content it is easy to read everyone and help to understand and increase information good job.write for us

Congrats bro Thelearningapp you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar