রি ক্যাপচা কি। রি ক্যাপচা কেন ব্যবহার করা হয়?


re capcha
আসসালামুআলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সকলে অনেক ভাল আছেন আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর আজ আমি একটি পোস্ট নিয়ে এলাম আজকের পোস্টে আমরা আলোচনা করব রি ক্যাপচা নিয়ে। আপনারা অনেকেই হয়তো দেখতে পারেন বিভিন্ন সময় আমরা যখন ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকি তখন আমাদেরকে রি ক্যাপচা পূরণ করতে হয় তারপরে আমরা পরবর্তী ধাপে যেতে পারি। আজ আমরা আলোচনা করব কেন রিক্যাপচা ব্যবহার করা হয় আপনাদের অনেকের কাছে হয়ত এই রিক্যাপচা ব্যবহার অনেক বিরক্তিকর মনে হতে পারে। রি ক্যাপচা আবিষ্কার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরস্প্যামিং
থেকে বাঁচান।

রি ক্যাপচা আবিষ্কার করা হয় 1997 সালে এবং যিনি আবিস্কার করেন তার নাম হচ্ছে Luis von Ahn।
তবে এর নামকরণ করা হয় 2003 সালে।

রি ক্যাপচা কি??

রি ক্যাপচা হচ্ছে গুগলের তৈরি তথ্যপ্রযুক্তিতে ব্যবহৃত নিরাপত্তা ব্যবস্থা। রি ক্যাপচা দেওয়ার সময় আমাদেরকে এমন একটি পাসওয়ার্ড দেওয়া হয়ে যায় কিন্তু সহজে অনুমান করা যায় না।

কিন্তু তথ্যপ্রযুক্তির উন্নয়নের এই সময় কেউ আর থেমে নেই। এই পাসওয়ার্ডগুলো সঠিক ভাবে পুরন করার জন্য কম্পিউটার রোবট ব্যবহার করা হয়ে থাকে এবং কম্পিউটার রোবটগুলো কিন্তু ওই সকল পাসওয়ার্ড বের করার জন্য চেষ্টা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তারা সফল হয়।রোবট যাতে ঢুকতে না পারে সেজন্য পাসওয়ার্ড দেওয়ার পরপর কিন্তু আমাদের একটি বিশেষ লেখা দেওয়া হয়ে থাকে এবং এই লেখাটি একজন সত্যিকারের মানুষ সহজেই বুঝতে পারেন কিন্তু তা কম্পিউটার রোবট বুঝতে পারে না। মানুষ এবং যন্ত্রকে আলাদা করার নাম ই রি ক্যাপচা।

আরও সহজভাবে বলতে গেলে একটি উদাহরণ দিয়ে বলি। মনে করেন কোন একটি খেলার টিকেট অগ্রিম অনলাইনে দিয়ে দিলো তারপর কোন হ্যাকার বা কম্পিউটার প্রোগ্রামার চাইলেই এই সকল টিকিট নিজের নামে কিনে নিতে পারে খুবই অল্প সময়ে তার নিজের বানানো কোন প্রোগ্রাম ব্যবহার করে কিংবা কম্পিউটার রোবট ব্যবহার এর মাধ্যমে। আসলে মজার ব্যাপার হচ্ছে ক্যাপচার ভেরিফিকেশন মানুষের জন্য সহজ কিন্তু রোবট এর মাধ্যমে তা প্রায় অসম্ভব। যাইহোক যদি ওরে ক্যাপচা পূরণ করতে অনেকেই বেশ বিরক্ত বোধ হয় তবুও কিন্তু স্প্যামিং থেকে আমাদের রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইন্টারনেট প্রযুক্তির উন্নয়নের ফলে রি ক্যাপচা অনেকবার আপডেট হয়েছে। এখন রি ক্যাপচা কিন্তু খুবই কার্যকরী অবস্থানে রয়েছে। যার মাদ্ধমে মানুষ কিনবা রোবটকে আলাদা করা যায় সহজেই।এখন আমরা রি ক্যাপচা কে no capcha re capcha বলে থাকি। এই রি ক্যাপচা সাবমিট করার সময় আমাদের কাছে অনেকগুলু ছবি দেওয়া হয়ে থাকে ছবিগুলু হতে পারে রাস্তার গাড়ির, সিঁড়ির আরও অনেগুলি রয়েছে এবং আপনাকে দেওয়া নির্দিষ্ট ছবিগুলু থেকে সঠিক ছবিগুলু সাবমিট করতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি পরাবর্তি ধাপে যেতে পারবেন। 

তাছাড়াও রিক্যাপচা আমাদের মাউসের মুভমেন্ট এবং এই কাজটি কতবার করার চেষ্টা করা হয়েছে এবং আমাদের বিভিন্ন রকম বিষয় পর্যালোচনা করে তারপরে আমাদের পরবর্তী অ্যাক্সেস দিয়ে থাকে।
অনেকের কাছে জদিও এই যদিও এই মাধ্যমটি বেশ বিরক্তিকর তার পরেও বৃহৎ স্বার্থে ক্ষুদ্রতর ত্যাগ তো করতেই হবে। আশা করি আপনারা সবাই এই বিষয় সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন।

বিভিন্ন সমস্যার জন্য প্রতিদিন পোস্ট দিতে পারিনা বলে আমি আন্তরিকভাবে দুঃখিত।অবশেষে একটি কথা নিজের গুরুত্বপূর্ণ সময়টাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন।আপনাদের যদি টেক বিষয়ক যে কোন সমস্যা থাকে তাহলে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের জন্য। সবাই ভাল থাকবেন আসসালামু আলাইকুম।







Previous
Next Post »