![]() |
flexiplan app bangladesh |
ফ্লেক্সিপ্লান থেকে এমবি মিনিট ও মেসেজ ট্রান্সফার করুন খুব সহজেই।
আসসালামুলাইকুম।সবাই আশা
করি ভাল আছেন।আমি ও ভালো আছি।মনে করুন খুব রাতে আপনার মোবাইলে টাকা বা এমবি শেষ এখন তো আর আপনার পক্ষে বাজারে গিয়ে মোবাইলে টাকা লোড করা প্রায় অসম্ভব তাছাড়া এত রাতে যে বাজারে দোকান খোলা পাবেন তার ই বা ভরসা কোথায়।গ্রাহকদের এইরকম অনেক সমস্যার কথা ভেবেই গ্রামীিনফন আবার ও নিয়ে এলো এমবি মিনিট মেসেজ গিফট
সিস্টেম।এর মাধ্যমে খুব সহজেই গিফট করে পাঠানো যাবে এমবি মিনিট কিংবা মেসেজ
প্রিয়জনের মোবাইলে সুতরাং এখন আর কাওকে এমবি বা মিনিট এর জন্য বসে থাকতে হবেনা।গ্রামীনফোন গ্রাহকরা খুব সহজেই ফ্লেক্সিপ্লান থেকে এমবি মিনিট ও মেসেজ ট্রান্সফার করতে পারবেন।
আপনারা অনেকই জানেন এই
সিস্টেম টা আগেও ছিল ফ্লেক্সিপ্লান অ্যাপ এ কিন্তু টা কিছুদিন পরের বন্ধ করে দেওয়া
হয়।এখন আবার এই গিফট সিস্টেম টি চালু করা হয়েছে।অনেকই হয়ত জানেন না এবার অনেকই
জানেন। জারা জানেন না তাদের জন্য আমার আজকের পোস্ট টি।এমবি মিনিট কিংবা মেসেজ
ট্রান্সফার করার জন্য আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে
ফ্লেক্সিপ্লান অ্যাপ।তারপর ইন্সটল করে নিতে হবে।তারপর এই রকম একটি পেজ আসবে।
আপনার প্রয়োজন মত এমবি
মিনিট এসএমএস এবং মেয়াদ দিয়ে সরাসরি bye now তে ক্লিক করুন। তারপর গিফট নামের একটি অপশন আসবে ওখানে টিক
চিহ্ন দিন।দিয়ে যে নাম্বারএ গিফট করতে চান ঐ নাম্বার টা দিন।ব্যাস হয়ে গেল আপনার
কাজ।তার পরও কোন সমস্যা হলে কমেন্ট বক্স টি তো আছেই। ভালো থাকবেন সবাই।আল্লাহ
হাফেজ।
ConversionConversion EmoticonEmoticon