নতুন ওয়েব ডিজাইনার দের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা


html

আসসসালামুয়ালাইকুম। আশা করি সকলে ভালো আছেন । আজ আপনাদের ওয়েব সাইট সম্পর্কে কিছু কথা জানাবো ।

 আপনি যদি একজন ওয়েব  ডিজাইনার হতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে এইচটিএমএল সম্পর্কে জানতে হবে তাছাড়া ও আরও কয়েকটি প্রোগ্রাম সম্পর্কে আপনাকে জানতে হবে । ওয়েব সাইট সাধারনত html দিয়ে ই তৈরি হয় । আমরা যত সকল ওয়েব সাইট দেখতে পাই তার সব ই এইচটিএমএল এর মাধ্যমে তৈরি । এইচটিএমএল সাধারনত একটি প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ । নিচে ওয়েব পেইজ সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হল ।  


এইচটিএমএল এর পূর্ণরূপ hyper text markup language .

ওয়েব পেইজ == ওয়েব তথ্য সমূহকে রাখার জন্য যে পেইজ ব্যাবহার করা হয় তাকে ওয়েব পেইজ বলে । 

ওয়েব সাইট == একই ডোমেইন এর অধিনে পরস্পর যোগাযোগ যোগ্য একাধিক ওয়েব পেইজ এর সমষ্টিক ওয়েব সাইট বলে । 

ওয়েব ডিজাইন == www এর মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু ব্যাবহার কারীদের কাছে সুন্দর ভাবে এবং সিল্পিত রুপ উপস্তাপন করার নান্দনিক কাজকে ওয়েব ডিজাইন বলে ।
www  হচ্ছে বিশ্বব্যাপি গতিশীল গ্রাফিক্যাল হাইপার ট্যাক্স ইনফর্মেশন ।
ইন্টারনেট হল একটি নেটওয়ার্ক এর সাতে জুক্ত এক বা একাধিক  নেটওয়ার্ক এর যোগাযোগ ।

ওয়েব সাইট এর কাঠামোর প্রকারভেদ ৪ প্রকার ।
১ হায়ারারকিক্যাল কাঠামো
যে সেক্টরে ওয়েব পেইজগুলি এক বা একাধিক লেভেলে বিভক্ত  থাকে তাদের বল হয় ।

২ লিনিয়ার কাঠামো
এর অর্থ একটির পর আর একটি । একটি ওয়েব সাইট এর পেজ গুলি যদি ক্রমানুসারে ভিজিট করা হয় তখন তাকে লিনিয়ার কাঠামো বলে

৩ নেটওয়ার্ক কাঠামো
সবগুলি পেজ যদি একে অন্নের সাথে  সংযোগ করা থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলে

৪ কম্ভিনেশন কাঠামো
যখন একাধিক স্ত্রাকচার ব্যাবহার করে একটি ওয়েব সাইট তৈরি করা হয় তখন তাকে বলা হয় কম্ভিনেশন কাঠামো । 

আজ এই পর্যন্ত ই । ভালো থাকবেন সবাই ।




Previous
Next Post »