ইন্টারনেট এর মাধ্যমে আয় করি । ঘরে বসে ই আয় করুন খুব সহজেই। শুধুমাত্র স্টুডেন্ট দের জন্য ঘরে বসেই আয় করার সুজুগ। উপরের এই কথাগুলু বর্তমানে খুবই পরিচিত । আমরা প্রায়ই বিভিন্ন সামাজিক মাধ্যম বা ইন্টারনেট এর বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি । এছাড়া ভিডিও শেয়ারিং সাইট এ গেলে তো কথাই নাই আপনাকে বিনা কাজেই ধনি করে দেবে । আরে দেবেই তো কারন তারা তো বলে মাসে ৩০ হাজার ৪০ হাজার ইনকামের কথা ।
আচ্ছা বলুন তো এত টাকা যদি সত্যিই ইনকাম করা যেত তাহলে কি আর এই প্রসেস টা আপনাদেরকে বলতো । এত তারাতারি আপনাদের টাকা ইনকাম করার করার কথা কিভাবে আসে এইটা ই তো আমি বুঝিনা । প্রথমে নিজেকে প্রশ্ন করুন নিজে কি জানেন । কি কাজ করার জন্য এরা আপনাকে টাকা দিবে । এতে তাদেরই বা কি লাভ । তাহলে আসুন না এইসকল পোস্ট বা ভিডিও দেখে সময় নষ্ট না করে আসুন না নিজেই কিছু করার চেষ্টা করুন । হ্যাঁ অনেকই তো অনেক কিছু ই বলবে এইসকল কথায় কান দিয়ে কি লাভ । সুতরাং এইসকল ধান্দাবাজ থেকে দুরে থাকবেন ।আসলেই যদি ইনকামের আগ্রহ থাকে তাহলে প্রথমেই ভাবুন কি নিয়ে কাজ করবেন । এইবার ভাবছেন কাজ কি কি হতে পারে । তাহলে আমি বলি শুনুন । ইন্টারনেট এ আয়ের জন্য সবচেয়ে সহজ মাদ্ধম হচ্ছে ইউটিউব যদিও এখন এইখানে সফল হওয়া বেশ কষ্টসাধ্য তবুও আমি প্রথমেই এই সাইট টি কে ইন্টারনেট এ আয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি ।
তারপর আসুন ব্লগার ডটকম । ব্লগার হল যারা লেখালেখি বেশি পছন্দ করেন বা তাদের লেখা আরটিক্যাল অন্নদের সাথে শেয়ার করতে চান আর এ থেকে কিছু ইনকাম করতে চান তাদের জন্য এই ওয়েব সাইট টি । এখানে আপনাকে প্রচুর ধোয্য সহকারে কাজ করতে হবে । তাই যারা লেখালেখি পছন্দ করেন তাদের আমি বলবো আজই ব্লগার ডটকম এ ফ্রি অ্যাকাউন্ট করে নিজের লেখা আরটিক্যাল পোস্ট করে চালিয়ে যান । তবে হ্যাঁ অবশ্যই নিজের লেখা হতে হবে কুনু প্রকার কপি পেস্ট দিলে হবে না । ইউটিউব আর ব্লগিং এ প্রচুর পরিশ্রম করতে হবে তাহলে একদিন না একদিন আপনি সফল হবেন ই । আপনার ইউটিউব বা ব্লগ সাইট টি একবার পপুলাল হয় তাহলে এ থেকে আপনি খুব ভালো একটা ইনকাম করার সুজুগ পাবেন ।
তারপর অ্যাডসেন্স টা নিয়ে ঐ ব্লগ সাইট বা ইউটিউব সাইট এ অ্যাডসেন্স এর অ্যাড বসিয়ে খুব সহজে ইনকাম করতে পারবেন । সারাজিবন অন্নের অধীন না থেকে আসুন না নিজেই কিছু একটা করুন ।হ্যাঁ আপনাকে প্রচুর কষ্ট করতে হবে কিন্তু এর ফলেই আপনি সফল হবেন একদিন না একদিন । আজ আর নায় । তাছার ইউটিউব আর ব্লগ সম্পর্কে সরাসরি ইউটিউব থেকে আপনারা ভিডিও দেখেও কিছু জানার থাকলে জানতে পারেন । সবাই ভালো থাবেন ।আল্লাহ হাফেয । ধন্যবাদ ।
ConversionConversion EmoticonEmoticon