ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটা কিনবেন ?



আমরা আমাদের নানা রকম প্রয়োজনের জন্য কখনো কখনো ল্যাপটপ কিংবা ডেক্সটপ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি। ঠিক তখনই আমাদের মাথায় চলে  আসে আমরা ডেক্সটপ কিনবো নাকি ল্যাপটপ কিনবো। আজ আমি আপনাদের এই বিষয় নিয়ে সকল রকমের চিন্তা দূর করার চেষ্টা করব।আসা করি পোস্টটি পড়ার পর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আসলেই কোনটি কেনা আপনাদের জন্য যথাযত। 

যেহেতু আপনারা ডেক্সটপ কিংবা ল্যাপটপ কেনার সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাই আমি ধরেই নিলাম নিচ্ছই এর পিছনে আপনার নির্দিষ্ট কোন কারন রয়েছে। যাই হওক আজকাল তরুন প্রজন্ম যেভাবে মোবাইল এর আসক্ত হয়েছে ঠিক এই মুহূর্তে আপনার এই সিদ্ধান্ত নেওয়াকে আমি সাধুবাদ জানাই।

প্রথমেই বলে রাখি আমরা সাধারনত বিভিন্ন কাজের জন্য এই ল্যাপটপ কিংবা ডেক্সটপ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি। অনেকেই অনেক প্রয়োজনে এই ডিভাইস গুলু  ব্যাবহার করে থাকলেও আমরা যারা অনলাইনে ইনকাম করার জন্য কিংবা যারা কাজ শিখার জন্য ল্যাপটপ বা ডেক্সটপ কিনতে চাই তাদের উল্লেখযোগ্য কয়েকটি কাজ হল... 

১। ফটো এডিটিং
২। ভিডিও এডিটিং
৩।ওয়েব ডিজাইনিং
৪। সফটওয়্যার এর কাজ
৫। কিংবা অনলাইনে কাজ করে ইনকাম।
৬। কিংবা গেমিং এর জন্য 

উপরের কয়েকটি জনপ্রিয় কাজের জন্য আমরা ডেক্সটপ কিংবা ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি।ল্যাপটপ এবং ডেক্সটপের সুবিধা এবং অসুবিধা একসাথে মিলিয়ে দেখব আসলে কোনটি কেনা আপনার জন্য বেশি উপযুক্ত ।ল্যাপটপ সুবিধার ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটি আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন অফিস এপ্লিকেশন ইউনিভার্সিটি এসাইনমেন্ট গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং টুকটাক কাজ করতে চাইলে সরাসরি ল্যাপটপ কিনতে পারেন।

অন্যদিকে যদি আপনি গেম খেলার জন্য এটি ব্যবহার করতে চান তাহলে সরাসরি আপনি ডেক্সটপ কিনতে পারেন ।টাকা এবং পারফরম্যান্সের দিক বিবেচনা করলে আপনি যে টাকা দিয়ে একটি ল্যাপটপ পাবেন সেই টাকা দিয়ে আপনি অনেক বেশি পারফরম্যান্স যুক্ত ডেক্সটপ পেয়ে যাবেন।তাছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় একটু ভারী কাজ হলে লেপটপ তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং লেপটপ গরম হওয়ার কারণে ল্যাপটপ স্লো কাজ করে এক্ষেত্রে আপনি ডেক্সটপ ব্যবহার করে অনেক ভালো ফলাফল পেতে পারেন।

অবশেষে বলা যায় আমরা যদি ল্যাপটপ এবং ডেক্সটপে তুলনা করি তাহলে অনেক ক্ষেত্রেই ডেস্কটপ ল্যাপটপ ল্যাপটপ থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে আছে

তাছাড়া আপনারা যদি আমার ব্যক্তিগত মতামত নিতে চান তাহলে আমিও সবসময় ল্যাপটপ থেকে ডেক্সটপ কে বেশি প্রাধান্য  দিব তাছাড়া ডেক্সটপে কোন হার্ডওয়ারের কোন ধরনের সমস্যা দেখা দিলে এটা খুব সহজে পরিবর্তন করা যায় যা ল্যাপটপের ক্ষেত্রে অনেক কষ্টসাধ্য



Previous
Next Post »