ইন্টারনেট এর আবিষ্কারের কিছু কথা ।




 পৃথিবী বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক    কে আমরা ইন্টারনেট বলে থাকি।ইন্টারনেট আজ    আমাদের সমস্ত বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে । এখন আর কেও ইন্টারনেট ছাড়া একটা দিন ও ভাবতে পারে না ইন্টারনেট হল অসংখ্য ছোট বড় নেটওয়ার্ক এর সংযোগে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক । ইন্টারনেট এর প্রাথমিক কার্যক্রম শুরু হয় ARPANET দিয়ে সর্বপ্রথম ১৯৬৯ সালে । মার্কিন যুক্তরাষ্ট্রর প্রতিরক্ষা  বিভাগ দেশের চারটি বিশ্ববিদ্যালয় কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে সংযুক্ত করে এর নাম ই হল আরপানেট । আরপানেট ব্যাবহারের প্রথম দিকে শুধু গবেষণা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত থাকলেও তা বেশিদিন স্থায়ী হয়নি । অবশেষে ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ উপযুগি টি সি পি প্রটোকল উদ্ভাবনের সাথে সাথে ইন্টারনেট শব্দটি সর্বপ্রথম চালু হয় । ১৯৬৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পরীক্ষামূলক  পর্যায় শেষ হবার পর ২০ টি দেশের কম্পিউটার সংখ্যা ছিল ২০০ টি । সম্প্রসারণের প্রথম পর্যায় পর  ১৯৮৬ সালে  যুক্তরাষ্ট্রের NSFNET  আসার পরে আরপানেট কার্যক্রম  প্রায় বন্ধ হয়ে যায় । এবং তা ইন্টারনেট নামে পরিচিতি লাভ করে ।সকলের জন্য ইন্টারনেট ব্যাবহারের সুযোগ তৈরি হয় । ১৯৮৯ সালে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার  চালুর ফলে ।ইন্টারনেট মোবাইল ও কম্পিউটার ব্যাবহারের জন্য ১৯৯২ সালে ISOC প্রতিষ্ঠিত হয় । তারপর দিন দিন ইন্টারনেট জনপ্রিয় হয়ে উঠে এবং তা শুধু যুক্তরাষ্ট্রে ই না সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে । ইন্টারনেট মানুষের জিবনকে আর আরামদায়ক ও সহজ করে দিয়েছে । তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে ২০১৩ তে ইন্টারনেট ব্যাবহার কারি ছিল ৩৩০৪৩১২৪ জন ২০১৪ তে তা দাড়ায় ৩৩০৪৩১২৪ জনে । 




ইন্টারনেট এর আলোয় আলোকিত হচ্ছে সমস্ত পৃথিবী । ইন্টারনেট এর যেমনি ভাল দিক রয়েছে ঠিক খারাপ দিক ও রয়েছে আমাদের অবশ্যই খারাপ দিক টা বর্জন করে ভাল দিক টা গ্রহন করতে হবে । আল্লাহ হাফেয
Previous
Next Post »