কিভাবে অনলাইনে কাজ করে সফল হবেন ।



আসসালামুয়ালাইকুম । আশা করি সবাই ভাল আছেন । অনেক এই প্রশ্ন করেন আমি অনলাইনে কিভাবে কাজ করে আর্ন করব বা আমি কি পারব আর্ন করতে  সত্যিই কি এইভাবে আর্ন করা যায় আসলে অনলাইনে কাজ করা বা আর্ন করা বলা যতটা সহজ করা টা ততটা সহজ না ।এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে । অনেক এই আছেন যারা ফ্রিনেন্সার বা এইরকম আর্ন মার্কেটপ্লেস এ কাজ করেন । কিছুদিন যেতে না যেতে এ যখন কাজ না পান তখন তারা ভাবেন যে এই কাজগুলা তার জন্য না । আসলে আমাদের এইখানে ই দুর্বলতা । যারা এই জায়গায় গিয়ে ফিরে আসে তাদের জন্য এই পথচলা এই জায়গায় এ থেমে থাকে । একটু ভাবুন তো আরে ভাই টিক আপনার মত ই যারা এখন আর্ন করছে তারা ও এইভাবে ই কাজ করে আজ সফল । তারা যদি এইভাবে কাজ ছেড়ে দিত তাহলে আজ তারা সফল হতে পারত না । আজ আমরা যাদের সফলাতার স্টোরি পরছি তারা ও একদিন আমাদের মত ই ছিল তাদের সফলতার মূল ভিত্তি হল কঠোর পরিশ্রম ।  কথায় আছে একবার না পারিলে দেখ শতবার । যারা  সফল তারা জানে পরিস্রমের ফল কি । ইন্টারনেট এই কল্যাণে আজ সারা দুনিয়া আজ হাতের মুঠোয় । যদি অনলাইন এ কাজ করে সত্যিই আর্ন করতে চান তাহলে এইরকম ভাবে ই আপনাকে ও পরিশ্রম করতে হবে । থেমে থাকলে হবে না অবশ্যই আর বেশি বেশি পরিশ্রম করতে হবে । আপনি সফল হবেন ই  হয় আজ না হয় কাল না হয় অনেকদিন পর ।  আর্ন করার অনেকগুলু মাধ্যম আছে তার মধ্যে ইউটিউব হল অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম । যদি ও এখন  ইউটিউব এ কাজ করে সফল হওয়া টা অনেক কষ্টকর কিন্তু যতটা কষ্টকর টিক তততাই লাভ ।একবার যদি চ্যানেল টি দার করাতে পারেন তাহলে এইটা ই হবে আপনার আর্ন করার মূল টার্গেট ।  সুতরাং আপনি সফল হতে হলে শুধু সফলটাকে বড় করে দেখলে হবে ব্যার্থতা  টাকে গুরুত্ব সহকারে দেখতে হবে তাহলে ই আপনি সফল হবেন ।
 ভাল থাকবেন সবাই আজ এই পর্যন্তই । আল্লাহ হাফেয ।
Previous
Next Post »