আসসালামুয়ালাইকুম । আশা করি
সবাই ভাল আছেন । অনেক এই প্রশ্ন করেন আমি অনলাইনে কিভাবে কাজ করে আর্ন করব বা আমি
কি পারব আর্ন করতে সত্যিই কি এইভাবে আর্ন
করা যায় । আসলে অনলাইনে কাজ করা বা আর্ন করা বলা যতটা সহজ করা টা ততটা সহজ না ।এর জন্য
আপনাকে অনেক পরিশ্রম করতে হবে । অনেক এই আছেন যারা ফ্রিনেন্সার বা এইরকম আর্ন
মার্কেটপ্লেস এ কাজ করেন । কিছুদিন যেতে না যেতে এ যখন কাজ না পান তখন তারা ভাবেন
যে এই কাজগুলা তার জন্য না । আসলে আমাদের এইখানে ই দুর্বলতা । যারা এই জায়গায় গিয়ে
ফিরে আসে তাদের জন্য এই পথচলা এই জায়গায় এ থেমে থাকে । একটু ভাবুন তো আরে ভাই টিক
আপনার মত ই যারা এখন আর্ন করছে তারা ও এইভাবে ই কাজ করে আজ সফল । তারা যদি এইভাবে
কাজ ছেড়ে দিত তাহলে আজ তারা সফল হতে পারত না । আজ আমরা যাদের সফলাতার স্টোরি পরছি
তারা ও একদিন আমাদের মত ই ছিল । তাদের সফলতার মূল ভিত্তি
হল কঠোর পরিশ্রম । কথায় আছে একবার না
পারিলে দেখ শতবার । যারা সফল তারা জানে
পরিস্রমের ফল কি । ইন্টারনেট এই কল্যাণে আজ সারা দুনিয়া আজ হাতের মুঠোয় । যদি
অনলাইন এ কাজ করে সত্যিই আর্ন করতে চান তাহলে এইরকম ভাবে ই আপনাকে ও পরিশ্রম করতে হবে
। থেমে থাকলে হবে না অবশ্যই আর বেশি বেশি পরিশ্রম করতে হবে । আপনি সফল হবেন ই হয় আজ না হয় কাল না হয় অনেকদিন পর । আর্ন করার অনেকগুলু মাধ্যম আছে তার মধ্যে ইউটিউব
হল অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম । যদি ও এখন
ইউটিউব এ কাজ করে সফল হওয়া টা অনেক কষ্টকর কিন্তু যতটা কষ্টকর টিক তততাই লাভ
।একবার যদি চ্যানেল টি দার করাতে পারেন তাহলে এইটা ই হবে আপনার আর্ন করার মূল
টার্গেট । সুতরাং আপনি সফল হতে হলে শুধু
সফলটাকে বড় করে দেখলে হবে ব্যার্থতা টাকে
গুরুত্ব সহকারে দেখতে হবে তাহলে ই আপনি সফল হবেন ।
ভাল থাকবেন সবাই আজ এই পর্যন্তই । আল্লাহ হাফেয
।
ConversionConversion EmoticonEmoticon