বাস্তব জিবনে ইন্টারনেট এর প্রভাব



 আসসালামুয়ালাইকুম ।সবাই ভাল আছেন তো ।

খুব বেশি আগের কথা না । এইতো ৮-১০ বছর আগেও মানুষ এতটা যান্ত্রিক জীবনন যাপন করেনি যতটা আজ । যান্ত্রিক জীবন মানে যন্ত্র নির্ভর জীবন । পৃথিবীর অন্যান্য দেশ এর তুলনায় আমরা ইন্টারনেট এর জগতে অনেক টা পিছিয়ে থাকলে ও আজ আমাদের ইন্টারনেট প্রযুক্তি টা আমাদের জন্য অনেক দূরে এগিয়ে যাচ্ছে । এখন আর কাওকে ডাক পিয়ন এর অপেক্ষায় থাকতে দেখা যায় না । কেন ই বা থাকবে বল যখন মুহূর্তেই অনেক চিঠি পাঠানো যায় আবার উত্তর ও পাওয়া যায় । আসলে ইন্টারনেট এর কল্যাণে আজ আমাদের জীবন অনেক টা ই সহজ হয়ে গিয়েছে । ইন্টারনেট এর নতুন মাত্রা সম্পর্কে কেও এতটা কল্পনা ও করে নি কখনো যা তা এ এখন হচ্ছে । এই দিকটার যেমনি ভাল দিক আছে ঠিক তেমনি খারাপ দিক ও রয়েছে। সুতরাং আমাদের খারাপ দিক তা বর্জন করে ভাল দিকটা গ্রহন করতে হবে । আর আমরা যেন পুরপুরি যান্ত্রিক নির্ভর না হই সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে । ইন্টারনেট এর কল্যাণে সামনের বছর গুলুতে আরও নতুন নতুন কিছু আবিষ্কার হবে যা সম্পর্কে আমরা কল্পনা ও করতে পারি না । সবশেষে একটা ই কথা আমাদের জীবন তা যেন পুরপুরি যান্ত্রিক নির্ভর না হয় আর আমাদের সবাইকে লক্ষ রাখতে হবে  পরিবারের ভালোবাসা , সমাজের প্রতি ভালোবাসা , এইগুলু যেন ইন্টারনেট এর বিশাল জালে আটকা না পরে । সবাই ভাল থাকবেন । আজ এই পর্যন্তই । আল্লাহ হাফেয । পোস্ট (রাকিব)
Previous
Next Post »