দেখে নিন আপনার আইডি নাম্বার দিয়ে কয়টি সিম নিবন্ধিত হয়েছে ।



আসসালামালাইকুম।সকলে কেমন আছেন আশা করি ভাল আছেন।নতুন সিম কিনতে বা সিম নিবন্ধন করতে এখন অবশই জাতিয় পরিচয় পত্রের প্রয়োজন হয়।একটি জাতিয় পরিচয় পত্র বা আইডি কার্ড দিয়ে সাধারানত ১৫ টি সিম নিবন্ধন করা যায়। সেজন্য আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা আছে তা অবশ্যই জানার প্রয়োজন পড়ে যখন আপনি নতুন সিম ক্রয় করতে যান।নিজ নামে কয়টি সিম নিবন্ধিত আছে তা জানতে অনেকই নিজ নিজ অপারেটর এর কাছে গিয়ে শুধু ঐ অপারেটর এর কয়টি সিম তার নামে নিবন্ধিত তা জানতে পারেন যা বেশ কষ্টসাধ্য। আজ আপনাদের জানাব কিবাভে নিজেই মোবাইল এর মাধ্যমে জানতে পারবেন আপনার নামে কয়টি সিম নিবন্ধিত বা আপনার আইডি কার্ড ব্যাবহার করে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে।এতে করে আপনি সেটা ও জানতে পারবেন আপনার এই আইডি কার্ড ব্যাবহার করে অন্ন কেও সিম নিবন্ধন করল কি না ।তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই ।







আপনার যা যা প্রয়োজন হবে তা হল 

১। ১ টি সচল সিম 
২। আপনার আইডি কার্ড এর লাস্ট ৪ ডিজিট 
প্রথমে আপনাদের মোবাইল এ ডায়েল করতে হবে *১৬০০১#

তারপর আপনাকে আপনার আইডি কার্ড এর লাস্ট ৪ ডিজিট দিতে বলা হবে আপনি সঠিক ভাবে দিন।
তারপর একটু অপেক্ষা করুন ।

কিছুক্ষন এর মধ্যেই আপনাকে মেসেজ এর মাদ্ধমে জানানো হবে
এর মাদ্ধমে আপনি সকল অপারেটর এর সকল নিবন্ধিত সিমের নাম্বার দেখতে পারবেন।সবাই ভাল থাকবেন আজ এই পর্যন্তই।আল্লাহ হাফেজ
Previous
Next Post »