মোবাইল এর ব্যাটারি ভালো রাখার উপায়

techsarawer.com


আসসালামুয়ালাইকুম ।
আশা করি সকলে ভালো আছেন । বর্তমানে মোবাইল ফোন ছাড়া একজন মানুষ ও মনে হয় পাওয়া যাবেনা।  মোবাইল ফোন ছাড়া এখন আমাদের একটা দিনও চলে না । দিন দিন মোবাইল ফোনের জনপ্রিয়তা বৃদ্ধি পাবার সাথে সাথে বাড়ছে মোবাইল ফোন ব্যাবহারকারীর সংখ্যা। কিন্তু যেভাবে মোবাইল ফোন নতুন নতুন আপডেট হচ্ছে সেই তুলনায় মোবাইল গুলুর ব্যাটারির দিকে তেমন নজর দেওয়া হচ্ছে না । এজন্য আমরা প্রায়ই মোবাইল এর ব্যাটারি নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছি ।

 ব্যাটারি ভালো রাখতে হলে আমাদের অবশই কিছু নিয়ম কানুন মানতে হবে । অনেকই মনে করেন মোবাইল এর ব্যাটারি নষ্ট হওয়ার জন্য বেশি বেশি গেম খেলা বেশি মোবাইল ইউজ করাই প্রধান দায়ি  । আসলে টিক তা না। নিচে ব্যাটারি ভালো রাখার জন্য কিছু নিয়ম কানুন দেওয়া হল আশা করি এই নিয়ম কানুন মেনে চললে ব্যাটারি কিছু টা হলেও ভাল রাখতে পারবেন ।তো চলুন যেনে নেই কিভাবে মোবাইল এর ব্যাটারি ভালো রাখতে পারব ।


১। প্রথমেই আসি মোবাইল এর চার্জ সম্পর্কে । মোবাইল এর চার্জ যখন ২০% এর নিচে থাকবে তখন মোবাইল চার্জে লাগাতে হবে ।

২। মোবাইল রাতে চার্জে রেখে ঘুমানো থেকে বিরত থাকুন ।

৩। মোবাইল এর সাথে দেওয়া চার্জার ব্যাবহার করুন ।

৪। গেম খেলতে হলে অবশই মোবাইল এ চার্জ বেশি রাখতে হবে ।

৫ । মোবাইল গরম হওয়ার কারন হল মোবাইল এর প্রসেসর গরম হওয়া এজন্য মোবাইল গরম হলে মোবাইল ইউজ থেকে বিরত থাকুন ।

৬। অল্প দামে কিনা পিন বা চার্জার ব্যাবহার করবেন না

৭। সফটওয়্যার অটো আপডেট বন্ধ করে নিন ।

৮।  স্কিন টাচ করার সাথে যেসকল অপ্রয়োজনীয় টোন বা ব্রাইভেশন থাকে ঐসকল বন্ধ করে নিন।

৯। মোবাইল এর অটো ব্রাইটন্যাস অপশনটি অফ করে নিন ।

১০। মোবাইল চার্জে দিয়ে মোবাইল ইউজ করা থেকে বিরত থাকুন ।

আমরা অনেকেই হয়ত জানি না মোবাইল ফোন আমাদের যতটা উপকার করছে টিক ততটা অপকার ও করছে । অতিরিক্ত মোবাইল ব্যাবহারের ফলে আমাদের মাথা ব্যাথা, স্মরণ শক্তি কমে যাওয়া চোখের ক্ষতি সহ আরও নানা রকম অসুখ হতে পারে । তাছাড়া রাতে যখন আমরা গুমাই তখন মোবাইল পাশে না রাখাই ভালো । আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন ।
আল্লাহ হাফেজ ।

Previous
Next Post »