প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষা ২০১৮ সালের সময়সূচী


techsarwer.com

প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষা ২০১৮ সালের সময়সূচী 

প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষা ২০১৮ সালের সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষা বোর্ড । এবারের শিক্ষা সমাপনি পরিক্ষা শুরু হবে ১৮ নভেম্বর এবং পরিক্ষা শেষ হবে ২৬ নভেম্বর ।প্রতিটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা পাবে ২ ঘণ্টা ৩০ মিনিট।পরিক্ষা শুরু হবে সকাল ১০ ৩০ মিনিটে এবং শেষ হবে বিকাল ১ টায়। তাছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা আর ৩০ মিনিট করে পাবে। ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষার উত্তরপত্র নিজ নিজ উপজেলায় মূল্যায়ন করা হবে।প্রত্যেক শিক্ষার্থীকে পরিক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে আসার জন্য বলা হয়েছে।


1.      পরিক্ষা শুরু হবে সকাল ১০ টা ৩০ হতে ১ টা  
2.      একই উত্তরপত্রে সৃজনশীল ও বহুনিরবাচনি পরিক্ষা হবে
3.      সাধারন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে
4.       প্রস্নপত্র অনুযায়ী পরিক্ষার সময় নির্ধারণ করতে হবে
5.      সচিব ছাড়া অন্নকেও পরিক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে আসতে পারবেনা
6.      নিজ নিজ রেজিস্ট্রেশান নাম্বার রোল নাম্বার লিখে বিত্ত ভরাট করতে হবে
7.      উত্তরপত্র কুনু অবস্তাতেই ভাঁজ করা যাবেনা


প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষার রুটিন
১৮-১১-১৮ রবিবার ইংরেজি
১৯-১১-১৮ সোমবার বাংলা
২০-১১-১৮ মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
২২-১১-১৮ বৃহস্পতিবার বিজ্ঞান
২৫-১১-১৮ রবিবার   গনিত
২৬-১১-১৮ সোমবার ধর্ম ও নৈতিক শিক্ষা

ইবতেদায়ি শিক্ষা সমাপনি পরিক্ষা ২০১৮ এর রুটিন  
১৮-১১-১৮ রবিবার ইংরেজি
১৯-১১-১৮ সোমবার বাংলা
২০-১১-১৮ মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান
২২-১১-১৮ বৃহস্পতিবার আরবি
২৫-১১-১৮ রবিবার  গনিত
২৬-১১-১৮ সোমবার কুরআন মজিদ ও তাজবিদ,আকাইদ।

ধন্যবাদ সবাই ভালো থাকবেন ।



Previous
Next Post »