কোডিং ছাড়াই তৈরি করুন সফটওয়্যার


কোডিং ছাড়াই তৈরি করুন সফটওয়্যার 


কোডিং ছাড়া তৈরি করুন সফটওয়্যার

আসসালামুয়ালাইকুম।

আশা করি সবাই ভালো আছেন।আমি ও ভালো আছি।আর্টিকেল এর শুরুতেই শিরনাম দেখে এতক্ষণে হয়ত বুজেগেছেন আমাদের আজকের পোষ্টটি আসলে কিভাবে কোন কোডিং ছাড়াই একটি সফটওয়্যার তৈরি করবেন সেই বিষয়ের উপর লেখা হয়েছে।আমরা আজ কাল অনেক গুলু সফটওয়্যার দেখতে পাই আসলে সফটওয়্যার তৈরি করা হয় মানুষের বিভিন্ন প্রয়োজন অনুযায়ী কাজগুলি খুব সহজেই সমাধানের জন্য সফটওয়্যার ব্যাবহার করে থাকে।আপনি এই কাজগুলি প্রফেশনাল ভাবে শিখতে গেলে আপনাকে অবশ্যই কোডিং জানতে হবে প্রোগ্রামিং ভাষা জানতে হবে।কিছু কিছু ওয়েব সাইট আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই একটি ওয়েব সাইট তৈরি করতে পারেন। তেমনি একটি ওয়েব সাইট এর সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব।তো চলুন শুরু করা যাক।

সাইটিতে ঢুকতে প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন www.web2apk.com তারপর আপনি এই ওয়েব সাইটে
ক্লিক করুন আপনাকে এইরকম একটি পেজে নিয়ে আসবে ।


এখানে url বক্সে আপনার ব্লগ বা ইউটিউব এর চ্যানেল এর হোম পেজের url এড্রেস দিয়ে তারপর অ্যাপ টাইটেল GOOGLE দিয়ে আইকন বক্সে একটি আইকন আপলোড দিয়ে Crate my app ক্লিক করুন ।ব্যাস হয়ে গেল এবার আপনি একটি url পাবেন এটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল দিন।এই অ্যাপ টি আপনি অন্যান্য মোবাইলে শেয়ারইট এর মাধ্যমে অন্যদের সাথেও শেয়ার করতে পারবেন ।কোন সমস্যা হলে জানাবেন।সবাই ভালো থাকবেন।আল্লাহ্‌ হাফিয। 


Previous
Next Post »