অলিউর রাহমান ভাই এর জন্য রইল শুভ কামনা ও দুয়া


অলিউর রাহমান লিটন

ওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই । যারা ওকে চিনে বা যাদের সাথে অর পরিচয় তারা ওর সম্পর্কে অনেক ভালভাবেই যানে । 
চলার পথে আমাদের অনেক মানুষের সাথেই পরিচয় হয়। ওই মানুসগুলা অনেক সময় এইরকম হয় তারা নিজের জন্য কিছু নিতে চাওয়ার চেয়ে অন্নকে বিলিয়ে দিতেই অনেক ভালোবাসে । অনলাইনে কাজ করা এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যখন আর কিছুই করার থাকতনা তখন এই বন্ধুটার অনেক সাপোর্ট পেয়েছি । আজ হয়ত আমি অনেক অল্পই জানি কিন্তু কিন্তু এই অল্প জানা নিয়েই অনেক দূর এগিয়ে যাব দুয়া করিস বন্ধু ।তাই ওকে ধন্যবাদ দিয়ে ছুটো করতে চাই না ।সবসময় ই চাই তুই আমাদের সাথে এইভাবেই থাকিস আর নিজের জত্ন  নিয় ।

আজ ও বিদেশ  চলে যাচ্ছে তাই আমার ব্লগের ভিজিটর এডমিন সহ সকলের পক্ষথেকে রইল শুভ কামনা আর দুয়া । আল্লাহ্‌ যেন তার আশা পূর্ণ করেন আর ভালো থাকিস বন্ধু।।
Previous
Next Post »