কিভাবে একজন সফল মানুষ হবেন




techsarwer.com

কিভাবে একজন সফল মানুষ হওয়া যায়।

মুঠো ভরা অজুহাত নিয়ে আমরা বসে আছি আর সফলতার অনেকটা কাছে থেকেই অনেককে এজন্যই ফিরে আসতে হয়েছে।আমি পারবনা আমায় দিয়ে হবেনা এইগুলু আমার জন্য না,লোকেরা কি বলবে কি ভাববে এইরকম আরও হাজারো অজুহাত নিয়ে আমারা আমাদের জীবনটাকে এই জায়গাটায় থামিয়ে দিচ্ছি।আপনি যদি এতোটা মনে করেন এই কাজ টা আমায় দিয়ে হবে আমি পারব এই কাজটা করতে তাহলেই ওই কাজের ৫০%ই সফল আপনি।আর বাকিটা আপনার কাজের উপর নির্ভর করে। 

আজকের এই পৃথিবীর দিকে তাকালে আমরা অনেক মানুষ দেখতে পাই যারা অনেক অসম্ভব কাজকে ও সম্ভব করে দিয়েছেন।আজ মানুষ স্পেস থেকে জাম্প নিচ্ছে।২৫ হাজার ফুট উচ্চতা থেকেও প্যারাসুট ছাড়াই জাম্প নিচ্ছে।এইভাবেই দিন দিন এগিয়ে যাচ্ছে মানুষ। আর ঠিক এই মুহূর্তেই আপনি বসে আছেন অনেকগুলু অজুহাত নিয়ে।স্টিফেন হকিং এর নাম হয়ত অনেকেই শুনেছেন ব্ল্যাক হোল টাইম ট্রাভেল এইরকম অনেক বিষয়ে পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছেনএকদিন এক ডাক্তার বলেছিলেন স্টিফেন হকিং মাত্র ২ বছর বাঁচবেন ।কিন্তু তিনি বলেছিলেন আমার কাছে আরও ৫০ বছর আছে।ধীরে ধীরে তার পুরো শরীর নিস্তেজ হয়ে পরেছিল কিন্তু তারপর তিনি হাল ছাড়েননি।কথা বলতে না পারলেও তিনি যন্ত্রের সাহায্যেই এইরকম অবাক করা তথ্য আবিস্কার করেন।এবং প্রমান করেন ইচ্ছে শক্তি থাকলেই সফল হওয়া সম্ভব।

তাছাড়া ও থমাস অ্যালবা এডিসন যদি ১০০০ বার বেরথ হবার পরও আবার উঠে না দাঁড়াতেন তাহলে বৈদ্যুতিক বাল্ব আবিস্কার করতে পারতেন না।এত বার বেরথ হবার পর যদি কেও আবার উঠে দাড়াতে পারে তাহলে আপনি কেন হাল ছেড়ে দেওয়ার আগে আরও একটা বার চেষ্টা করতে পারবেন না।এইরকম অনেক বেরথতার ইতিহাস আছে কিন্তু তারা বেরথ হয়েছেন আবার উঠে দাঁড়িয়েছেন কিন্তু হাল ছাড়া বন্ধ করেননি এজন্যই আজ তারা সফল। অনেক সময় সফলতা আমাদের খুব কাছে থাকে কিন্তু আমারা তখনই হাল ছেড়ে দেই এজন্য আমরা সফল হতে পারি না। নিজের উপর ভরসা রাখতে শিখুন অন্য লোকেরা কি বলল কি ভাবল সেটা দেখার বিষয় নয়।আপনি যখন সফল হবেন তখন সবাই আপনার সাপোর্ট দিবেনিজেই কিছু করতে শিখুন আর হ্যাঁ আপনি কাওকে অনুসরণ করে কোন কাজ করলে হয়ত একদিন ওর মতো হতে পারবেন কিন্তু যদি নিজে থেকে কাজ করে নতুন কিছু করেন তাহলে আপনার অবস্থানে আর কেউ যেতে পারবেনা।তাই কাজে লেগে যান অবশ্যই সফল হবেন।সফল মানুষেরাও ভুল করে কিন্তু তারা হাল ছেড়ে দিতে নারাজ আর এজন্যই আজ তারা সফল।

বেরথতাই সফলতার চাবিকাঠি।আমি জানি যতটা সহজ ভাবে আমি এই কথাগুলু বলছি বাস্তবে আসলে ঠিক ততটা সহজ নয়।তার পরও আপনার কাছে আরও একটি সুজুগ আছে হাল ছেড়ে দেওয়ার আগে আরও একটা বার চেষ্টা করে করে মানুষ কিন্তু হুছুট খেলেও মানুষ কিন্তু সামনের দিকেই পড়ে কথাটি মনে রাখবেন।ভালো থাকবেন সবাই ।
আল্লাহ্‌ হাফেয ।

Previous
Next Post »

1 মন্তব্য(গুলি):

Click here for মন্তব্য(গুলি)
February 26, 2022 at 7:47 AM ×

The History and Beginning of the Casino - Oklahomacasinoguru
The 프라그마틱슬롯 gambling community is mostly 부들 이 벗방 located in the heart of the capital. 예스 벳 88 Along the 램 슬롯 border of Lake and Stateline, 강원 랜드 칩걸 you can enjoy the casino entertainment with

Congrats bro ohannafabrizio you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar