অনলাইনে আয় করুন খুব সহজেই
লেখাটা
নিচ্ছই শুনতে শুনতে এখন আর এই দিকটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন।আজ আবার এই কথাটি
শুনতে হল তাইনা?হ্যাঁ অনলাইনেও আয় করা যায় তবে সেটা খুব সহজে না অন্যান্য কাজের
মতই এইটাও কষ্টসাধ্য একটা ব্যাপার।আজকাল অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা প্রথমে বলে
অনলাইনে কাজ করে টাকা ইনকাম করুন এইভাবে বিজ্ঞাপন প্রকাশ করে তারা মাইক্রোসফট
ওয়ার্ড এডোবি ফটোশপ এইগুলুর কয়েকটা ক্লাস নিয়ে আপনার হাতে সার্টিফিকেট ধরিয়ে নিয়ে
নিচ্ছে অনেক টাকা। আরে ভাই এখন আবার যদি জিজ্ঞেস করেন আমি তো ইনকাম করতে পারতেছি
না তখন তারা বলবে এতদিন কি করেছ হেন তেন ইত্যাদি। আসলে অনলাইনে ইনকাম করার
সিস্টেমটা আসলে তারাই যানে না আর জানলেও ওইটা আপনাকে সিখাবে না।আর বিভিন্ন সোসিয়াল
মাধ্যম গুলুতে তো আর কথাই নেই প্রতি মিনিট কাজ করে নিয়ে নিন ১ ডলার থেকে শুরু করে
আপনি এগুলু থেকে প্রতি দিনেই মোটামুটি কয়েকটা আইফেল টাওয়ার তৈরি করে নিতে
পারেন।আসলে এখান থেকে আপনি একটা পয়সাও ইনকাম করতে পারবেন না।
তাই এইরকম ভিডিও বা
পোস্ট থেকে বিরত থাকবেন।অনলাইনে ইনকাম করার অন্যতম মাধ্যম হল অ্যাডসেন্স ফ্রিলান্সিং
আর অ্যাফিলিয়েট মার্কেটিং করে।এই তিন মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। যদিও আরও অনেক মাধ্যম রয়েছে তার পরও এই তিনটাই বেশ জনপ্রিয়।এর মধ্যে ফ্রিনান্সিং করে ইনকাম করার জন্য কাজ শিখতে হবে
যেমন গ্রাফিক্স দিজাইন,ওয়েব ডিজাইন,ডকুমেন্ট রাইটিং ইত্যাদি।কাজ গুলু আপনার খুব
ভালো ভাবে জানা থাকলে আপনি কাজের জন্য বিড করতে পারেন একবার দুইবার বিড করার পর
থেমে থাকলে হবে না।কাজ পেতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে।আর আপনি যখন একটা দুইটা
কাজ কমপ্লিট করে বায়ার কে দিতে পারবেন তখন আপনার রেটিং পয়েন্ট বৃদ্ধি পাবে আর
আপনার কাজ পাওয়ার জন্য আগের মতো এতোটা কষ্ট করতে হবেনা রেটিং দেখে আপনাকে অনেক
বায়ার কাজ দিবে।
এবার আসি
গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কিভাবে আয় করবেন
গুগল
অ্যাডসেন্স হল অন্যতম একটি বিজ্ঞাপন কোম্পানি।যারা তাদের বিজ্ঞাপন আপনাদের ব্লগ
ওয়েব সাইট কিংবা ইউটিউব চ্যানেল গুলুতে দিয়ে থাকে।এইসব অ্যাডে যখন ক্লিক পড়বে এই
ক্লিক থেকেই তারা একটা পরিমান টাকা আপনাকে দিবে।অ্যাডসেন্স পেতে হলেও আপনাকে
পরিশ্রম করতে হবে।সাধারনত ব্লগ বা ইউটিউব চ্যানেল এর মাধ্যমে অ্যাডসেন্স পাওয়া
যায়।আপনি যদি ব্লগ এর মাধ্যমে অ্যাডসেন্স পেতে চান তাহলে প্রথমে নিজের ইচ্ছে
অনুযায়ী একটি ব্লগ খুলবেন তারপর প্রতিদিন ব্লগে পোস্ট দিবেন প্রথম প্রথম ভিজিটর না
পেলেও আপনি যদি জেদ ধরে কাজ করেন তাহলে অবশ্যই একদিন সফল হবেন।আপনার ব্লগে যখন
৩০০-৪০০ ভিউ প্রতিদিন হবে তখন অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন এজন্য ব্লগ
সাইট এর বয়স ৩ -৪ মাস হতে হবে।প্রথম দিকে ফ্রি ব্লগস্পট নিয়ে কাজ করলেও অ্যাডসেন্স
এর জন্য আবেদন করতে হলে আপনাকে ডোমেইন ক্রয় করতে হবে।ইন্টারনেট এর মাধ্যমে কাজ
করতে চান অবশ্যই অনেক কিছু জানতে হবে যা আপনাকে কখনো বলে দিবে না নিজে থেকেই অল্প
অল্প করে বিভিন্ন ব্লগ সাইট ঘুরে ঘুরে শিখতে হবে।
ইউটিউব
এর মাধ্যমে অ্যাডসেন্স পাওয়া টা এখন আরও বেশি কষ্ট সাধ্য হয়ে গেছে এখন আপনাকে
ইউটিউব এর মাধ্যমে অ্যাডসেন্স দিয়ে ইনকাম করতে হলে ইউটিউব এর দেওয়া সকল নতুন আপডেট
মেনে তারপর আদসেন্সের আবেদন করতে হবে নতুন অবস্থায় অনেক পরিশ্রম করতে হবে তবে
হ্যাঁ এটি একবার করে সফল হলে ইনকাম নিয়ে আপনাকে আর ভাবতে হবেনা।
এবার
আসুন অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট
মার্কেটিং হচ্ছে আপনি কোন কোম্পানির কোন পণ্য বিক্রয় করে দিলেন এর বিনিময় আপনাকে
ওরা ঐ পণ্য বিক্রি করা অর্থ থেকে একটা পরিমান টাকা দিবে।এইরকম অনেকগুলো কোম্পানি
আছে যেমন অ্যামাজন ডট কম আলিবাবা ডট কম এইরকম আরও অনেক কোম্পানি রয়েছে যারা আপনাকে
এইরকম কাজ দিয়ে থাকে। ইন্টারনেট এর জগতে আপনি নিজেও অনেক কিছু করতে পারেন মার্ক
জুকারবারগ ফেসবুক আবিস্কার করার সময় ভাবেন নি তার এই ফেসবুক আজ এত জনপ্রিয় একটি
সোসিয়াল মার্কেট প্লেস হবে।আমাদের জীবনে সময় অনেক গুরুত্তপূর্ণ একটা জিনিস আজ আপনি
সারাদিন ফেসবুক ইউটিউব এর মধ্যে কাটাচ্ছেন আসলে এই সময়টা তো আপনি ফেসবুক বা ইউটিউব
এর মতো সোসিয়াল সাইট তৈরি করায় বেস্ত থাকতেন।তাহলে হয়ত আজ আপনি যেরকম সফটওয়্যার
ব্যাবহার করছেন আজ থেকে ৪-৫ বছর পর হয়ত এই রকম আপনার তৈরি করা সফটওয়্যার আরও অনেক
মানুষ ব্যাবহার করবে।
যাই হওক অনেক কথা বলে ফেললাম। ধন্যবাদ আমার এই পোস্ট টা পড়ার
জন্য আর হ্যাঁ যেকোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা
করবো।কপি পেস্ট করা অপছন্দ করি এজন্য নিজে থেকেই পোস্ট করি আশা করি সবাই সাথেই
তাকবেন।আল্লাহ্ হাফেয।
ConversionConversion EmoticonEmoticon