প্রয়োজনীয় কয়েকটি কি বোর্ড শর্ট কার্ট কি সম্পর্কে জেনে নিন




techsarwer.com

আমারা যারা কম্পিউটার ব্যাবহার করে থাকি তাদের সবারই কয়েকটি শর্ট কার্ট কি সম্পর্কে ধারনা থাকা উচিতঅনেক সময় আমাদের মাউস নষ্ট হয়ে গেলে আমাদের অনেক প্রয়োজনীয় কাজ থেমে থাকে। কিংবা নিজেকে অন্নদের তুলনার একটু স্মার্ট ভাবে প্রকাশ করতে কম্পিউটার শর্ট কার্ট কি সম্পর্কে জানা থাকা খুবই গুরুত্বপূর্ণতাছাড়া আমরা আমাদের কাজের গতি অনেকটাই বৃদ্ধি করতে পারি শর্ট কার্ট কি ব্যাবহার এর মাতপুরনআজ আপনাদের সাথে খুবই প্রয়োজনীয় কয়েকটি শর্ট কার্ট কি নিয়ে আলোচনা করব।

কম্পিউটার এর বেসিক শর্ট কার্ট কি

1.      CTRL+C= লেখা কপি করতে
2.      CTRL+X= লেখা কাট করতে
3.      CTRL+V=  লেখা পেস্ট করতে।
4.      CTRL+Z= ডিলিট করা লেখা আবার ফিরিয়ে আনতে।
5.      SFT+DLT= রিসাইকেলে জমা না রেখে ডিলেট।
6.      CTRL+A= সকল লিখা সিলেক্ট করতে
7.      ALT+TAB=কম্পিউটার এর মিনিমাইজ করা সকল প্রোগ্রাম দেখতে।
8.      CTRL+ESC= কম্পিউটার এর স্টার্ট মেনু
9.      WDSLOGO+D= ডেক্সটপ এর ডিসপ্লে
10.   WIDS LOGO+BREAK= ডিসপ্লে প্রপাটিজ  ডায়লগ বক্স।
11.   WIDS LOGO+M= মিনিমাইজ করতে।
12.   WIDS LOGO+SFT+M= মিনিমাইজ করা সকল কিছু আবার দেখতে
13.   WIDS LOGO+E= মাই কম্পিউটার ওপেন করতে ।
14.   WIDS LOGO+F= ফাইল সার্চ করতে
15.   WIDS LOGO+F1= ডিসপ্লে উইন্ডোজ হেল্প।
16.   WIDS LOGO+L= কম্পিউটার লক করতে
17.   WIDS LOGO+R=  ডায়লগ বক্স ওপেন করতে।
18.   ESC = সকল ডায়লগ বক্স কেন্সেল করতে।
19.   CTRL+P= প্রিন্ট করতে ।
20.   CTRL+K= লেখার সাথে হাইপারলিংক যুগ করতে

গুগল ক্রম এর শর্ট কার্ট কি
1.       CTRL+(+,-)= ওয়েব পেজ জুম করতে বা জুম কমাতে।
2.      CTRL+(0)= জুম করা পেজ আগের মতো করতে।
3.      CTRL+A=পেজের সবকিছু সিলেক্ট করতে
4.      CTRL +D=বুকমার্ক এড করতে।
5.      CTRL+SFT+O= বুকমার্ক দেখতে।
6.      CTRL+O= একটি ফাইল ওপেন করতে
7.      CTRL+H= হিস্টোরি দেখতে।
8.      CTRL+SFT+N= প্রাইভেট মোড অন করে ব্রাউজ করতে
9.      CTRL+T=নতুন ট্যাব ওপেন করতে
10.   CTRL+U= ওয়েব পেজের সোর্স কোড দেখতে।
11.   CTRL+W=বর্তমানে চালুক্রিত পেজ বন্ধ করতে
12.   CTRL+J= ডাউনলোড হিস্টোরি দেখতে।
13.   F5 =পেজ রিফ্রেস করতে।
14.   CTRL+F= চালুক্রিত পেজের কিছু খুঁজে বের করতে।    
15.   CTRL+S= চালুক্রিত পেজ সেভ করে রাখতে।

অনেক কষ্ট করে এই পোস্টটি লিখতে হল।আরও অনেকগুলু শর্ট কার্ট কি রয়েছে।কিন্তু এইগুলুই সচরাচর বেশি ব্যাবহার করা হয়।
ভালো থাকবেন সবাই।
আল্লাহ্‌ হাফেয।


Previous
Next Post »