বিটকয়েন সম্পর্কে জেনে নিন জানা অজানা তথ্য


techsarwer.com


বিটকয়েন কি ??

আপনারা অনেকেই হয়ত বিটকয়েন এর নাম শুনেছেন।কিন্তু বিটকয়েন কি বা কেন ব্যাবহার করা হয় তা হয়ত অনেকেই জানেন না।আজ আমাই এই পোস্ট টি বিটকয়েন সম্পর্কে।তো চলুন জেনে নেই কি এই বিটকয়েন।বিটকয়েন হচ্ছে এক ধরনের কারেন্সি।আমাদের দেশে টাকা যেমন একটা কারেন্সি পৃথিবীর অন্যান্য দেশে ডলার যেমন একটা কারেন্সি ঠিক তেমনি বিটকয়েন হল একধরনের কারেন্সি।তবে পার্থক্যটা হল এটি অন্যান্য কারেন্সির মত ধরা বা ছুয়া যায়না।বিটকয়েনকে অনেকসময় ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টোকয়েনও বলা হয়ে থাকে।সর্বপ্রথম বিটকয়েন প্রচলন হয় ২০০৮ সালে।সাতশি নাকামটো নামক গ্রুপ বা বেক্তি এই বিট কয়েন এর প্রচলন করেন।

প্রথম দিকে বিট কয়েন এর মূল্য ছিল ১০ বা এর মত কিন্তু এখন প্রতি বিটকয়েন এর মূল্য প্রায় আমাদের দেশের ৫ লক্ষ টাকা।বিটকয়েন কে আমরা ডিজিটাল কারেন্সি বলতে পারি।সাধারনত আমরা যেকোন ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে হলে বিভিন্ন ধরনের অরগানাইজেসন এর প্রয়োজন হয়ে থাকে কিংবা ট্রান্সফার ফি প্রধান করা হয়ে থাকে কিন্তু বিটকয়েন আদান প্রধানে কোন রকম অরগানাইজেসন এর প্রয়োজন পড়ে না। এজন্যই সারাপৃথিবীতে বিটকয়েন এত জনপ্রিয় হয়ে উঠছে।বিটকয়েন এর লেনদেনটি বিট কয়েন নামক একটি সার্ভার সুরক্ষিত রাখে।একটি লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে নতুন বিট কয়েন উৎপন্ন করা হয় এইভাবে বিটকয়েন ২১৪০ সাল পর্যন্ত তৈরি হতে থাকবে উক্ত সালের প্রায় ২১ মিলিওন বিট কয়েন তৈরি হয়ে গেলে আর নতুন কোন বিট কয়েন তৈরি করা হবনা।বিটকয়েন দিয়ে ইন্টারনেট থেকে আমরা অনেক জিনিষ ক্রয় করতে পারি বৈধ  পণ্য লেনদেন ছাড়াও অবৈধ লেনদেন এর ক্ষেত্রেও বিট কয়েন ব্যাবহার করা হয়

যদিও এইটা কোন স্বীকৃত কারেন্সি না তবুও সকল দেশেই বিট কয়েন ডিজিটাল কারেন্সি হিসাবে জনপ্রিয়তা পাচ্ছে।বিটকয়েন এর মূল্য সকল সময় একই থাকেনা এর মূল্য উঠানামা করে।অনেকেই বিট কয়েনকে ফিউচার মানি হিসাবে মনে করছেন।তারই ধারাবাহিকতায় কানাডার ভ্যানক্যুভারে বিট কয়েন এর প্রথম এটিএম মেশিন চালু করেছে।কিন্তু মাদক চুরাচালান ইত্যাদি এড়াতে তারা বিট কয়েন এর গ্রাহকদের নিবন্ধনের আওতায় নিয়ে আসার চিন্তা ভাবনা করছে।প্রতি চার বছর পর পর বিট কয়েন এর পুনঃনির্ধারণ করা হয় যাতে করে বাস্তব মুদ্রার সাথে মিল রাখা যায়।ডার্ক ওয়েব বা ডীপ ওয়েবে বিটকয়েন এর লেনদেন অনেক বেশি হয়ে থাকে।বর্তমানেবিটকয়েনের প্রচলন যেমনি বেশ জনপ্রিয় হয়ে উঠছে তাতে ধারনাই করা যায় একসময় এই বিটকয়েনই হবে অনেক দেশের প্রধান কারেঞ্ছি।ভালো থাকবেন সবাই আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।
আল্লাহ হাফেয।


Previous
Next Post »