জেনে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার পদ্ধতি


techsarwer.com

জেনে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার পদ্ধতি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা্র আবেদনের শেষ সময় ছিল ৩০ আগস্ট।গত বছরগুলুতে যদিও মাধ্যমিক পর্যায় থেকে প্রস্ন করা হত কিন্তু এবারের প্রথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় উচ্চমাধ্যমিক থেকেও প্রস্ন করা হবে।পরীক্ষার্থীদের সাধারনত এমসিকিউ পদ্ধতিতে ৮০ টি প্রস্ন দেওয়া হবে।প্রত্যেক প্রস্নের সঠিক উত্তর এর জন্য দেওয়া হবে ১ নাম্বার আর যদি উত্তর ভুল হয় তার জন্য মার্ক কাটা হবে ০.২৫ মানে প্রতি ৪টি প্রস্নের ভুল উত্তর দিলে আপনার ১ মার্ক কাটা হবে। প্রস্নগুলা সাধারণজ্ঞান গনিত ইংরেজি বাংলা বিষয়ে করা হবে।এর পর মৌখিক পরিক্ষা নেওয়া হবে ২০ মার্ক এর।সবমিলিয়ে ১০০ মার্ক এর পরিক্ষা হবে।পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাথমিক নিয়োগ পরিক্ষার কয়েকটি বই বের হয়েছে|

পরীক্ষার্থীর জন্য বিশেষ প্রস্তুতির জন্য সাইফুরস সহ অনেকগুলু প্রতিষ্ঠান বিভিন্ন কোর্সে প্রশিক্ষনের সুজুগ করে দিচ্ছে। তাছাড়াও ফেসবুক সহ সামাজিক মাধ্যম গুলুতে গ্রুপ, পেজ সহ অনেক গুলু মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে পারবে।ইংরেজির জন্য সাধারনত গ্রামার থেকে প্রস্ন আসবে নাম্বার,টেন্স,ভারভ এই গুলু জানতে হবেগনিত বিসয়ে আপনাকে বিভিন্ন ক্লাস এর বোর্ড বই ফলো করতে হবে। আর সাধারণজ্ঞান এর জন্য কারেন্ট ওয়ার্ড সহ এই টাইপ এর বইগুলুর প্রশ্ন উত্তর গুলু দেখতে হবে তাছাড়া অনেকগুলুই বই রয়েছে যা আপনাদের অনেক উপকারে আসবেএমসিকিউ উত্তর দেওয়ার সময় দেখতে হবে কোন উত্তর টা সঠিক যদি ৪ টার মধ্যে সিওর থাকে ওইটাই হবে তাহলে উত্তর করবেন। পরীক্ষা যেহেতু ৮০ মিনিটের এজন্য যেসকল প্রস্নগুলুর উত্তর একদম সিওর সেগুলু তারাতারি করে দিয়ে নিবেন

তবে খেয়াল রাখবেন উত্তর দেওয়ার সময় যেন ভুল না দেন।অনেকেই আছে উত্তর জেনেও তারাহুরু করে ভুল উত্তরটি নিয়ে ফেলেল এইদিকে একটু নজর রাখবেন। সবসময় টাইম এর দিকে লক্ষ রাখবেন। আর যে প্রস্নগুলুর উত্তর আপনার একবারেই জানা নেই সেগুলু না দেওয়াই ভালো কারন ভুল উত্তর এর জন্য আপনার ০.২৫ মার্ক কাটা যাবে।অবশেষে একটা কথা পরীক্ষায় যাওয়ার পূর্বেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে যান।যদি এই সেক্টরে আপনার কাজের আগ্রহ থাকে তাহলে এই প্রস্তুতিটাই আপনাকে পুরোপুরি সম্পূর্ণ করে যেতে হবে।পরিশ্রম কখনো বিফল হয় না। ভালো থাকবেন সবাই ।আল্লাহ্‌ হাফেয। 
Previous
Next Post »