জেনে নেই মোবাইল অপারেটর এর প্রয়োজনীয় সকল কোড


techsarwer.com

জেনে নেই মোবাইল অপারেটর এর প্রয়োজনীয় সকল কোড

আমরা সবাই বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অপারেটর এর সিম ব্যাবহার করে থাকি।ব্যালেঞ্চ জানতে,অবশিষ্ট এমবি এর পরিমান জানতে কিংবা কাওকে নিজ নাম্বার দিতে আমাদের এই কোড গুলুর প্রয়োজন হয়ে থাকে।এই কোড গুলুর মধ্যে অনেকগুলুই আমাদের জানা আবার অনেকগুলু আমাদের অজানা।আবার কিছু কিছু কোড আছে আমাদের জানা থাকলে আমরা টা ভুলে যাই।এজন্য আজ আমি আপনাদের জন্য প্রয়োজনীয় কয়েকটি কোড নিয়ে আসলাম আশা করি টা আপনাদের কাজে আসবে।নতুন কিছু আপডেট রয়েছে এবং আরও কিছু নতুন আপডেট হতে পারে।

নিজ মোবাইল নাম্বার
গ্রামীনফোন *২#
রবি *১৪০*২*৪# বা *২#
বাংলালিংক *৫১১# বা *২#
টেলিটক *৫৫১#
এয়ারটেল *১২১*৭*৩# বা *২#

ইমারজেন্সি নিতে
গ্রামীনফোন *১০১০*১#
রবি *৮৮১১*১#
বাংলালিংক *৮৭৪#
টেলিটক *১১২২#
এয়ারটেল*১৪১*১০#

অবশিষ্ট ইন্টারনেট চেক করতে
গ্রামীনফোন *৫৬৬*১০#,*৫৬৬*১৩#,*৫৬৭#
রবি *৮৪৪৪*৮৮#,*২২২*৮১#
বাংলালিংক *১২৪*৫#,*২২২*৩#
টেলিটক *১৫২#
এয়ারটেল *৭৭৮*৩৯#,*৭৭৮*৪#

মোবাইল ব্যালেঞ্চ চেক করতে
গ্রামীনফোন *৫৬৬#
রবি *২২২#
বাংলালিংক *১২৪#
টেলিটক *১৫২#
এয়ারটেল *৭৭৮#

অফার চেক করতে
গ্রামীনফোন *৪৪৪*১*২#
রবি *৯৯৯#
বাংলালিংক *৭৩২৩#
টেলিটক *৫৫১#
এয়ারটেল *২২২*১#

কাস্টমার কেয়ার
গ্রামীনফোন ১২১
রবি ১২৩
বাংলালিংক ১১১
টেলিটক ১২১
এয়ারটেল ৭৮৬

পেকেজ চেক
গ্রামীনফোন *১১১*৭*২#
রবি *১৪০*১৪#
বাংলালিংক *১২৫#
এয়ারটেল *১২১*৮#

Previous
Next Post »